আরব মিডিয়া প্রতিনিধিদলের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সানার সৌজন্যে
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আরব মিডিয়া প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সিরিয়া টিভি আল-শারার বরাতে জানিয়েছে, দামেস্ক ও তেল আবিবের মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে কোনো চুক্তি হলে তা ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখার ওপর ভিত্তি করে হবে। আল-শারা জানান, সিরিয়া ও এই অঞ্চলের স্বার্থ রক্ষা করে—এমন কোনো চুক্তি বা সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধা করবেন না।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯শে আগস্ট (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি প্যারিসে ইসরায়েলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমানো, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার বিষয়ে আলোচনা করেছেন।
সানা জানিয়েছে, এই আলোচনায় ‘দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা প্রদেশে যুদ্ধবিরতি’ ও ‘১৯৭৪ সালের চুক্তি পুনর্বহাল’ করার বিষয়গুলোও অন্তর্ভুক্ত ছিল। সানা আরও জানিয়েছে, এই আলোচনা আমেরিকার মধ্যস্থতায় হচ্ছে। এটি ‘সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা এবং এর ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার’ কূটনৈতিক প্রচেষ্টার অংশ।
খবরটি শেয়ার করুন