রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান *** আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি *** ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল *** আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা *** দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান *** ‘দুধ দিয়ে গোসল করলে কী হয়’ *** ৩ মাসে ইতিহাসে রেকর্ড রাজস্ব আদায় *** নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন *** থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আজ *** নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: সরকারের বিবৃতি

শিশুকে নিউমোনিয়া থেকে কিভাবে বাঁচাবেন

সুবর্ণা আক্তার

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সুখবর

সুবর্ণা আক্তার

সারা বিশ্বে শিশুদের একটি প্রচলিত রোগের নাম নিউমোনিয়া। বিশ্বে প্রতি বছর প্রায় ৭ লাখ শিশুর মৃত্যু হয় এই রোগে। এর মধ্যে ৫ বছরের শিশুদের মৃত্যুর হার ১৪ শতাংশ। আমাদের দেশেও নিউমোনিয়া আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা কম নয়। প্রতি ঘণ্টায় দুই থেকে তিনটি শিশু এবং বছরে প্রায় ২৪,০০০।

নিউমোনিয়া রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১২ই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়। শুধু বাচ্চাদের কথা ভেবেই পালন করা হয় এই দিবস।

নিউমোনিয়া কী?

নিউমোনিয়া হলো ফুসফুস ও শ্বাসনালীর সংক্রমণ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক সংক্রমণের কারণে এটি হয়ে থাকে। নিউমোনিয়া হলে শিশুর স্বাভাবিক শ্বাস প্রক্রিয়া ব্যাহত হয় এবং নানা রকমের শারীরিক জটিলতা দেখা দেয়। বর্ষাকাল ও শীতকালে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়।

কোন ধরনের শিশুদের নিউমোনিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?

১. অপুষ্টির শিকার হলে।

২. হাম কাশি অর্থাৎ সংক্রমক রোগে আক্রান্ত হলে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে।

৪. জন্মগতভাবে হৃদযন্ত্র বা ফুসফুস আক্রান্ত থাকলে।

আরো পড়ুন : দ্রুত গর্ভবতী হতে চাইলে যা করবেন

লক্ষণ-

 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত কিনা বিশেষ কয়েকটি লক্ষণের মাধ্যমে প্রকাশ পায় যেমন,

১. জ্বর ও সাথে কাশি

২. জোরে জোরে শ্বাস নেওয়া

৩. বুকে ব্যথা

৪. নাকের ছিদ্র প্রশস্ত হওয়া

৫.খাওয়ায় অরুচি

৬. শরীরের রং পরিবর্তন হওয়া

৭. ঘন ঘন বমি বা ডায়রিয়া হতে পারে

৮. একদম ছোট বাচ্চা হলে স্বাভাবিকের চেয়ে বেশি কান্না করা

৯.পাঁজরের নিচের অংশ ভেতরের দিকে চেপে বসা

১০. দুর্বল বা বেশি বেশি ঘুমানো

 প্রতিরোধ-

 ১. শিশুর এক বছরের মধ্যে সময়মত শিশুর সব টিকা, বিশেষ করে নিউমোনিয়ার টিকা দিতে হবে।

২. পরিবেশগত কারণগুলো মোকাবেলা করতে হবে যেমন:- ধোঁয়া হয় না এমন উন্নত চুলা ব্যবহার করা।

৩. হাঁচি কাশি আক্রান্তদের কাছ থেকে শিশুকে দূরে রাখা।

৪. শিশুকে স্পর্শ করার আগে হাত ধুয়ে নেওয়া।

৫. ছয় মাসের কম শিশুকে একটানা ছয় মাস মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাসের বেশি হলে ঘরের তৈরি খাবার খাওয়ানো।

 চিকিৎসা

১. শিশু যদি খেতে পারে তাহলে মুখে অ্যামাক্রিসিলিন অ্যান্টিবায়োটিক দিয়ে বাড়িতেই চিকিৎসা নিতে পারবে। আর যদি খেতে না পারে তাহলে শিরায় অ্যান্টিবায়োটিক দিতে হবে।

২. অক্সিজেন থেরাপি দিতে হবে।

৩. বেশি অসুস্থ মনে হলে কিংবা খেতে না পারলে, বেশি শ্বাসকষ্ট হলে অথবা রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের নিচে নামলে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে।

পরিশেষে আমাদের সন্তানদের ওপর আরো যত্নশীল হওয়া উচিত, যাতে করে এই মরণঘাতক রোগ থেকে আমাদের আদরের সোনামণিদের রক্ষা করতে পারি।

"সকল শিশু ভালো থাক, নিউমোনিয়া রুখে যাক"

এস/ আই. কে. জে/ 

শিশুর নিউমোনিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তালেবান শাসকদের অবশ্যই ভারত–সমর্থিত জঙ্গিগোষ্ঠীকে দমন করতে হবে: পাকিস্তানি সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

আফগানিস্তানের ভাবা উচিত, পাকিস্তান তার ভাইপ্রতিম ইসলামি দেশ: শহীদ আফ্রিদি

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

দোহায় আলোচনা: অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

Footer Up 970x250