ছবি : সংগৃহীত
এক পুরুষকে দেখা গেল, আনমনে হাত দিয়ে টেনে টেনে মাথার চুল তুলছেন। একটি–দুটি নয়, গুচ্ছ গুচ্ছ চুল তুলে সে ফেলে দিল। আনমনে কিংবা জেনেবুঝে একটি একটি করে চুল তুলতে তুলতে মাথার একটা অংশ খালি করে ফেলাটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়! মেডিকেলের ভাষায় এটাকে বলে ‘ট্রাইকোটিলোম্যানিয়া’। এটি একটি মানসিক রোগ, ভুক্তভোগী নিজেই যেখানে টেনে টেনে নিজের চুল তুলে ফেলেন। তবে এর সমাধান কী?
ট্রাইকোটিলোম্যানিয়া কী
এটি এমন একটি মানসিক রোগ, যেখানে রোগী বা আক্রান্ত মানুষটি নিজেই তাঁর চুল টেনে টেনে তুলে ফেলেন। হঠাৎ এক দিনে ব্যাপারটি হয় না। অভ্যাসটি তিনি অনেক দিন ধরে গড়ে তোলেন; আর প্রায়ই সেটি করতে থাকেন। একসময় ইচ্ছা করেও এই অভ্যাস বা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন না। অনেক সময় বুঝতে পেরে এ কাজ থেকে বিরত থাকতে চেষ্টাও করেন; কিন্তু তারপরও দেখা যায়, আবার একই কাজ করছেন। শুরুতে অনেকেই বিষয়টিকে বড় কোনো সমস্যা মনে করেন না।
কিন্তু একপর্যায়ে দেখা যায়, এই আচরণ থেকে নিজেকে আর বিরত রাখতে পারছেন না রোগী; বরং এ কাজ না করলে মনের ভেতর একধরনের অস্বস্তি তৈরি হয়। চুল তোলার পর সাময়িক মানসিক স্বস্তি বোধ করলেও কিছুক্ষণ পর আবার কাজটির পুনরাবৃত্তি করা না গেলে মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। এভাবে মাথার চুলের বড় একটি অংশ খালি হয়ে যায়। এই রোগকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের (ওসিডি) একটি অংশ হিসেবে ধরা হয়।
আরো পড়ুন : ভিটামিন ডি কমে গেলে বুঝবেন কীভাবে?
নারী–পুরুষ যে কারও হতে পারে এ রোগ। তবে তুলনামূলকভাবে মেয়েদেরই বেশি হয়। সাধারণত ১২-১৩ বছর বয়সে এ রোগের সূত্রপাত ঘটে। তবে, যেকোনো বয়সেই এটা হতে পারে। এ রোগের প্রকোপ একই পরিবারের বিভিন্ন মানুষের ভেতর দেখা যায়। মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন সেরোটোনিন ও ডোপামিন সমস্যার কারণে এটি হয় বলে ধারণা করা হয়। চোখের পাপড়ি, চোখের ভ্রু, যৌনকেশ, দাড়ি, গোঁফ, বাহু, পা, বুকের চুল, পেটের চুল তোলেন, এ রকম রোগীও দেখা যায়। তাঁদের ভেতর একটি দল আছে, যারা আবার তুলে ফেলা চুল খেয়ে ফেলে। এই চুল পেটের ভেতরে আটকে গিয়ে পেটের নাড়ি পর্যন্ত ব্লক করে দিতে পারে। এতে পেটের ভেতরের টিউব বন্ধ হয়ে যেতে পারে।
অনেকের চুল তোলার পর কামড়ানোর অভ্যাস আছে, তাতেও ক্ষতি। এতে দাঁতের ক্ষতি হতে পারে। পেট খারাপ হতে পারে। চিকিৎসা ও করণীয় আক্রান্ত ব্যক্তির যেহেতু এটি ছাড়া আর কোনো সমস্যা থাকে না এবং অন্য সব স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারেন, তাই কিছুতেই তারা চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। এমনকি চিকিৎসকের সামনে সমস্যাটা প্রকাশও করতে চান না। অনেকে ভাবেন, এসবের আবার চিকিৎসা কী! তাই পরিবারের স্বজন বা রোগীর মধ্যে এ বিষয়ে গ্রহণযোগ্যতা বাড়ানো দরকার। এটি যে এক ধরনের মানসিক রোগ, সেটি রোগী ও তাঁর পরিবারকে বোঝানো দরকার। ওষুধ ও সাইকোথেরাপি অনেকটা ওসিডির মতোই হয়ে থাকে এই রোগের চিকিৎসা।
এই অসুখে সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর গ্রুপের ওষুধ ও কগনেটিভ বিহেভিয়ার থেরাপি—এ দুটি চিকিৎসা কার্যকর। অনেকে এই রোগকে চর্মরোগ মনে করেন। মনে রাখতে হবে, নিজে নিজে চুল তুলে ফেলা আর এমনিতে চুল পড়া এক বিষয় না। ফলে চিকিৎসা শুরু করতেও দেরি হয়। আক্রান্ত মানুষটি তাঁর তুলে ফেলা চুলের অংশটুকু ঢাকার জন্য সব সময় তটস্থ থাকেন।
পরচুলা লাগানো কিংবা চুল আঁচড়ানোর স্টাইলটাই এমন করে করার চেষ্টা করেন, যাতে বাইরে থেকে বোঝা না যায়। অনেকে সামাজিক অনুষ্ঠান বা জনসমাগমস্থলে যেতে বিব্রতবোধ করেন। নিজেকে বা নিজের সমস্যাটিকে লুকিয়ে রাখার সব চেষ্টা তাঁরা করে থাকেন। অনেক সময় এ রোগের পাশাপাশি অন্যান্য মানসিক রোগও সংশ্লিষ্ট থাকতে পারে। তাই এ রকম সমস্যা হলে অবশ্যই দেরি না করে মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন