শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

নিজের স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

তিন সন্তানের জননীকে তার প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন এক স্বামী। এমনকি স্বামী নিজেই সেই বিয়ের আয়োজনও করেছেন। বাস্তবের এই ঘটনা যেন বলিউড সিনেমাকেও হার মানিয়েছে! ভারতের বিহারের এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের সাহারসার এই নারী ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন এক যুবককে। দীর্ঘ এক যুগ সংসার করার পর নতুন করে প্রেমে পড়েন এবং স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। তার এই প্রেমিক নিজেও একজন দুই সন্তানের বাবা।

স্থানীয় সংবাদ মাধ্যম জাগরণের রিপোর্ট অনুযায়ী, এই নারীর স্বামী কেবল তার নতুন সম্পর্ককে মেনে নিয়েছেন তা-ই নয়, তাদের বিয়ের আয়োজনও করেছেন।

আর সমস্ত ঘটনাটি একটি ভিডিওতে ধারণ করা হয়, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ‘Ghar Ke Kalesh’ নামে একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীর প্রেমিক তার কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যা তাদের বিয়ের প্রতীক। এ সময় নারীর সাবেক স্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে বলতে শোনা যায় যে, ‘ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা নতুন দম্পতির দায়িত্ব, তার নয়’।

অস্বাভাবিক এই ঘটনাটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ প্রথম স্বামীর পরিপক্কতার প্রশংসা করেছেন। আবার কেউ সমসাময়িক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্নও তুলেছেন।

আসলে, এ ধরনের ঘটনা আধুনিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

ওআ/কেবি

বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250