ছবি: সংগৃহীত
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আগামী ছয় মাসের মধ্যে সব দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। খবর কাঠমান্ডু পোস্টের।
আজ রোববার (১৪ই সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা কার্কি বলেন, আমার দল এবং আমি এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমরা ছয় মাসের বেশি থাকব না। আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারব না।
এনডিটিভি জানায়, বক্তব্যে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ‘জেন-জি’ আন্দোলনের প্রশংসা করেন।
তিনি বলেন, আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়া হবে। তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকার আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে এবং তাদের আর্থিকভাবেও সহায়তা করবে।
দেশজুড়ে সাম্প্রতিক সহিংস বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন রূপান্তর আমি আগে কখনও দেখিনি। আমাদের দৃঢ় সংকল্প নিয়ে কাজ করতে হবে।
খবরটি শেয়ার করুন