মঙ্গলবার, ১৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পকে পুরোপুরি শুল্ক বাতিলের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার আরোপিত শুল্ক পুরোপুরি বাতিল করার আহ্বান জানিয়েছে চীন। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলমান। এ পরিস্থিতিতেই চীন এই আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু চীনের আমদানির ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘আমরা আমেরিকাকে ভুল সংশোধন করে শুল্ক তুলে নিতে বলছি। পারস্পরিক সম্মানের পথে ফিরে আসুন।’

এদিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে, প্রযুক্তিপণ্যসহ কিছু পণ্যের ওপর শুল্ক মওকুফ করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর, যেগুলোর বড় অংশই চীনে তৈরি হয়। 

তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় রোববার (১৩ই এপ্রিল) এক বিবৃতিতে আমেরিকার এ সিদ্ধান্তকে ‘ছোট পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে তারা মূল্যায়ন করছে।

এইচ.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন