সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কীভাবে কিরণের প্রেমে পড়েছিলেন অনুপম!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

১৯৮৫ সালে সাতপাকে বাঁধা পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং কিরণ খের। কিন্তু প্রথমেই তারা প্রেমের সম্পর্কে জড়াননি। বরং তারা একে অন্যের ভালো বন্ধু ছিলেন। কিন্তু কীভাবে প্রেমটা হয়েছিল তাদের? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছেন। 

অনুপম খের জানান তাদের বন্ধুত্ব বহুদিনের। তারা একসঙ্গে চণ্ডীগড়ের কলেজে পড়েছেন। তারপর মুম্বাইতে এসে তাদের আবার দেখা হয়। সেখানেই একে অন্যের প্রেমে পড়েন। 

তিনি জানিয়েছেন তাদের ১২ বছরের বন্ধুত্বের সময় তিনি তখন অবিবাহিত ছিলেন অন্যদিকে কিরণ খের বিবাহিত ছিলেন। শুধু তাই নয়, অভিনেত্রী তার থেকে কলেজে সিনিয়র ছিলেন।

এরপর বিয়ে করে স্বামী গৌতম বেরির সঙ্গে মুম্বাইতে তখন থাকতেন কিরণ খের। অনুপম খের আর সতীশ কৌশিক তখনও পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন বলিউডে।

আরো পড়ুন : সালমানের হুমকিদাতাকে হত্যা করলে পুরস্কার ঘোষণা! 

তখন তারা মাঝে মধ্যেই কিরণের বাড়ি আসতেন রাতে খাবার খেতে। অভিনেত্রী তাদের ৫০ টাকা করে দিতেন ট্যাক্সি করে ফেরার জন্য। কিন্তু তারা সেই টাকা বাঁচাতে বাসে করে ফিরতেন।

এরপর যখন কিরণ তার প্রথম বিয়েতে নানা সমস্যার মুখোমুখি হতে শুরু করেন, তখন অনুপমেরও সদ্য বিচ্ছেদ হয়েছিল। আর তারা একে অন্যের মধ্যে নিজেদের ভালো থাকা খুঁজে পান তখন। 

সেই শুরু হয় তাদের সম্পর্কের। অবশেষে বিয়ে করেন। কিরণের প্রথম পক্ষের ছেলেকেও আপন করে নেন অভিনেতা। তাদের নিজেদের কোনও সন্তান নেই।

এস/ আই.কে.জে

কিরণ -অনুপম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন