শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি - সংগৃহীত

নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতপন্থী ও পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে রাজনীতি ও রাষ্ট্রকে বিনির্মাণ করব। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, 'আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি করেছি।'

'এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। জুলাই অভ্যুত্থানের স্লোগান "তুমি কে আমি কে, বিকল্প বিকল্প", সেই স্লোগান থেকেই আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে,' বলেন তিনি। 

নাহিদ বলেন, 'আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে জনগণকে, রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজনীতি ভেঙে দিয়েছি। আমরা আজ বলছি বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না।'

এরপর তিনি জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র পাঠ করেন।

আই.কে.জে/

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন