ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, “আসসালামু আলাইকুম। ঈদুল আযহা উপলক্ষে আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদুল আযহা বিশ্বের সকল মুসলমানদের জন্য বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি। বিশ্বের যে প্রান্তে মুসলমান ভাই-বোনেরা আছেন তাদের সকলকেও অভিনন্দন জানাচ্ছি। ঈদুল আযহা নীতির পথে থাকার, আল্লাহর পথে থাকার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের নবী হযরত ইব্রাহীম (আঃ) তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবাণী করতে উদ্যোগী হয়েছিলেন। আল্লাহর নির্দেশিত পথে অটল থাকার জন্য প্রস্তুত ছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো আল্লাহর নির্দেশিত পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য কোনরকম আপোষ করা আমাদের উচিৎ হবে না। এটাই হচ্ছে ঈদুল আযহা’র শিক্ষা।
আরো পড়ুন: সেন্টমার্টিন আক্রমণ হলে ছেড়ে দেব না : ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি
আজ আমরা ঈদুল আযহা’র শিক্ষার মধ্যে নেই, আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা প্রতিযোগিতা করছি, সর্বশক্তি নিয়োগ করছি। ত্যাগের মহিমায় আমরা নিজেদের উদ্ভাসিত করতে পারছি না। সেই কারণে আমি মনে করি, ঈদ উল আযহা’র দিনে এই শপথ নিতে হবে, পশু কোরবানির সাথে দুর্নীতি ও দুর্নীতির জন্য প্রতিযোগিতাও কোরবানি করবো। ঈদুল আযহা’র শিক্ষা নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনের প্রত্যয় ও শপথ।”
এসি/ আই.কে.জে/