ছবি: সংগৃহীত
মার্কিন ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ৫৬ বিলিয়ন বা ৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার পারিশ্রমিক অনুমোদন করা হবে না বলে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায় দিয়েছে।
শেয়ারহোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও কয়েক মাসের আইনি লড়াইয়ের পরও এর কোনও মামলাটি মাস্কের পক্ষে গেলো না। বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে দেওয়া তার পূর্ববর্তী রায়ের ধারাবাহিকতা ধরে রাখলেন। আগেরবার তিনি যুক্তি দিয়েছিলেন, বোর্ড সদস্যরা ইলন মাস্কের দ্বারা অত্যধিক প্রভাবিত।
এদিকে, রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক লিখেছেন, বিচারকদের নিয়ন্ত্রণ না করে শেয়ারহোল্ডারদের উচিত ভোট নিয়ন্ত্রণ করা।
আরও পড়ুন: জামাতার বাবাকে মধ্যপ্রাচ্য উপদেষ্টা পদে নিয়োগ দিলেন ট্রাম্প
সূত্র: বিবিসি
এসি/ আই.কে.জে/