ছবি: সংগৃহীত
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মনে করেন, এবারের ঈদুল ফিতর উদযাপনে যে মিছিলের আয়োজন করা হয়েছে, তা সরকারের 'অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ'।
তিনি বলেছেন, 'অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক যাত্রা ঠিক পথে হওয়া খুবই গুরুত্বপূর্ণ।'
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ই আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ই আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এবারে যে শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদরাতের উৎসব হলো, বা ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ মিছিল হলো, বা বর্ষবরণ উপলক্ষে দুইদিন সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে যে উৎসব হতে যাচ্ছে, এ সবই অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ। এই দেশটা সবার।'
সংস্কৃতি উপদেষ্টা বিবিসি বাংলার প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন