সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পীদের কাজে বাধা প্রসঙ্গে মুখ খুললেন চমক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কয়েকজন তারকা নানা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাঁধার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনায় মজেছেন।

সর্বশেষ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও অপু বিশ্বাস শোরুম উদ্বোধনের দিন তারিখ চূড়ান্ত করেও অংশ নিতে পারেননি। একই ঘটনা ঘটেছে ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীনের সঙ্গেও।

বিষয়গুলো নিয়ে অনেকের মতো মুখ খুলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও। সম্প্রতি এক পোস্ট দিয়ে তিনি তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পীদের বাঁধাগ্রস্ত হওয়া প্রসঙ্গে। এটি ভাইরাল হয়েছে।

ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, ‘আমি বুঝলাম না, সবকিছুই তো চলতেছে দেশে, তাহলে শুধু শিল্পীরা কাজ করতে গেলেই তাদের প্রবলেম হচ্ছে কেনো?’

অভিনেত্রী আরও লেখেন, ‘এই যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে নিয়ে এতো মাথাব্যথা, তাদেরকে বাদ দিয়ে একটা দেশের বুদ্ধি, মনন, নিজস্বতা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, গঠনমূলক শৈল্পিক ইতিহাস সংরক্ষণ, সাংস্কৃতিক বৈচিত্র্যতা ও উচ্চতা এবং জাতিগতভাবে আমাদের শিকড় সংরক্ষণ এগুলো কি আদৌও সম্ভব?’

আরও পড়ুন: দক্ষিণ ভারতের নায়কদের দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে : শাহরুখ

চমক উল্লেখ করেন, ‘এই শিল্পীদের মধ্যেই কয়েকজন, যারা জীবনের ভয় না করে কয়েকদিন আগেই রাজপথে নেমেছিল দেশ আর দেশের মানুষকে ভালোবেসে, তাদেরকে আমরা নিমিষেই ভুলে যাই। অথচ তাদের কণ্ঠস্বর ছিল নির্ভীক, তাদেরকে সহজেই জামাত-শিবির ট্যাগ দিয়ে চুপ করানো যায়নি। তাদের দেখে অনুপ্রাণিত হয়েছিল তাদের লাখো-কোটি ভক্ত অনুসারী। যারা আপনাদের পাশে দাড়িয়েছেন দেশকে ভালোবেসে, তাদেরকে এভাবে বাধা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনারা?’

চমকের প্রশ্ন, ‘আপনারা আসলে কারা? আপনাদের আসল উদ্দেশ্য  কি? এই দেশ আমাদের সবার, এই দেশের মাটিতে সব পেশা, জাত ও ধর্মের সবার সমান অধিকার। এই দেশকে আমরা ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। আপনি বা আপনারা কেউ কারো স্বাভাবিক জীবনধারায় অহেতুক বাগড়া দিতে আসলে, আমরা ধরে নেবো- আপনারা আর যাই হোক এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসেন না!’

সবশেষ এই অভিনেত্রী স্মরণ করিয়ে দিলেন, ভুলে যাইয়েন না জুলাইয়ের স্লোগান, ‘দেশটা করোর বাপের না’।

এসি/কেবি


চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন