বৃহস্পতিবার, ৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ ভারতের নায়কদের দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে : শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বলিউড সুপারস্টার শাহরুখ খান দুবাইয়ের গ্লোবাল ভিলেজে অনুষ্ঠিত এক ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। ইভেন্টের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারমধ্যে আছে বলিউড বাদশাহ শাহরুখেরও কিছু ভিডিও ও ছবি।

সেখানে তিনি দক্ষিণ ভারতের সিনেমার বড় তারকার উদ্দেশ্যে একটি অনুরোধ রেখেছেন। সেই অনুরোধ শুনেও বেশ মজা পেয়েছেন দর্শক। তার অনুরোধটি ছিল আল্লু অর্জুনদের খুব দ্রুত নাচের প্রসঙ্গে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান দক্ষিণী সিনেমার প্রতি তার ভালো লাগার কথা প্রকাশ করছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের তারকাদের, যেমন অল্লু অর্জুন, প্রভাস, রাম চরণ, যশ, মহেশ বাবু, বিজয় থালাপতি, রজিনীকান্ত এবং কমল হাসানকে তার ‌‘বন্ধু’ বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: এবার পরীমণি ইস্যুতে ভিডিও বার্তা শেখ সাদীর

সেখানেই তিনি হাসি-ঠাট্টার ভিড়ে বলেন, ‘আমার দক্ষিণ ভারতের অনেক বন্ধু আছেন। অল্লু অর্জুন, প্রভাস, রাম চরণ, যশ, মহেশ বাবু, বিজয় থালাপতি, রাজিনি স্যার, কমল স্যার কিন্তু আমি তাদের কাছে একটি অনুরোধ করতে চাই। তাদের এত দ্রুত নাচানাচি বন্ধ করতে হবে। আমি তাদের সাথে তাল মেলাতে পারি না।’

এমন মন্তব্য দর্শকদের মধ্যে হাসির জোয়ার সৃষ্টি করে। এই মুহূর্তটি  তারকাদের ফ্যান পেজগুলোতে শেয়ার হতে শুরু করলে তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে।

এসি/কেবি


শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন