সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ৭৭৭ মেট্রিক টন আলু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ই মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। খবর বাসসের।

গতকাল মঙ্গলবার (১৩ই মে) দিবাগত রাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

উজ্জ্বল হোসেন সংবাদমাধ্যমে জানান, থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেড, স্বাধীন এন্টারপ্রাইজ, ক্যারজ অ্যাগ্রো, মাইসা কোল্ড স্টোরেজ ও ইসান অ্যাগ্রো ফার্ম এসব আলু রপ্তানি করেছে। এ ছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে ৩৭ ট্রাকে (প্রতি ট্রাকে ২১ মে. টন) নেপালের কাকরভিটা এলাকায় পাঠানো হয়।

তিনি আরও বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে আলু সংগ্রহ করে বাংলাবান্ধা স্থলবন্দর ইয়ার্ডে প্রবেশ করলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মানোত্তীর্ণ হলে নেপালে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়।

আরএইচ/


নেপাল বাংলাবান্ধা স্থলবন্দর আলু রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন