মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট দিলেই মিলবে হীরার আংটি!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেন্দ্রে ভোটারদের সংখ্যা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের কর্মকর্তারা। আয়োজন করা হয়েছে লটারির। ঘোষণা দেওয়া হয়েছে হীরার আংটিসহ ৬ হাজার পুরস্কার।

ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের কারণে নির্বাচনে ভোটারদের আকাল ঘুচবে। প্রচণ্ড গরমের মাঝে এই নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতি ছিল হতাশাজনক। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখন পর্যন্ত প্রথম দু’দফায় ভোট পড়েছে গড়ে মাত্র ৮.৫ শতাংশ। এ নিয়ে সমালোচনার মুখে নির্বাচন কমিশন। আশঙ্কা করা হচ্ছে ২০১৯ সালের চেয়েও কম ভোট পড়তে পারে এবারের নির্বাচনে। তাই ভোটারদের কেন্দ্রে আনতে রাজ্য এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

আয়োজকদের ধারণা বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার ঘোষণা করায় এবার ভোটারদের ঢল নামবে পরবর্তী ধাপের নির্বাচনে।

নির্বাচন কমিশনের পাশাপশি কেন্দ্রে ভোটারদের আনতে চোখে পড়ছে ব্যক্তিগত উদ্যোগও। বেঙ্গালুরুতে খাবার হোটেলে বিনামূল্যে দোসা, লাড্ডু খাওয়ানোর আয়োজন চলছে।

তৃতীয় দফার ভোটে জেলা প্রশাসনের পক্ষ থেকে লটারি করা হবে। পুরস্কারের তালিকায় রয়েছে হীরের আংটি, টিভি, স্কুটার, বাইক, ফ্রিজ ও টেলিভিশনের মতো আকর্ষণীয় পুরস্কার। লটারির বাক্সও রাখা হয়েছে ভোপালের নিউ মার্কেট, শপিংমলসহ শহরের একাধিক জায়গায়।

আরো পড়ুন: বিচ্ছেদ শেষে মেয়েকে বাদ্য বাজিয়ে ঘরে তুললেন বাবা

ভোপালে মোট বুথ আছে ২০৯৭টি। একটি ফর্ম পূরণ করতে হবে ভোটারদের। সেখানে মোবাইল নম্বর, নাম এবং ভোটার আইডি দিয়ে কুপন বাক্সে সেই ফর্ম ফেলতে হবে। অবশ্যই হাতে ভোটের কালি দেখিয়েই পুরস্কার নিতে হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র বলছে, ভোটের দিন প্রত্যেক বুথ থেকে তিনটি করে ‘লাকি ড্র’করা হবে। সকাল ১০টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায়। প্রতিটি ‘লাকি ড্র’ থেকে এক জন করে ভোটারকে বেছে নেওয়া হবে।

বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে ভারতের প্রধান সারির একটি গণমাধ্যম। সেখানে বলা হয়, নির্বাচনের এক বা দুই দিন পর একটি মেগা ড্র অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, পুরষ্কার পাওয়ার আশায় প্রচণ্ড গরমের মাঝেও ভোটাররা কেন্দ্রমুখী হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এইচআ/ 


লটারি ভারতের লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250