বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিচ্ছেদ শেষে মেয়েকে বাদ্য বাজিয়ে ঘরে তুললেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১লা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

আমাদের সমাজে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল বা অন্য যেকোনো কারণে বিবাহবিচ্ছেদ ঘটে সাধারণত। কিন্তু তাতে কি! হোক না বিবাহবিচ্ছেদ। তাতে ভেঙে পড়া যাবে না। আবার ঘুরে দাঁড়াতে হবে নতুন করে। বাঁচতে হবে নতুন করে। উপভোগ করতে হবে জীবনকে। মেয়ের বিচ্ছেদের পর এই আস্থা ছিল বাবার। শুধু তাই নয়, রীতিমতো বাদ্য বাজিয়ে সন্তানকে ঘরে ফিরিয়ে এনেছেন তিনি। বাবার এই প্রগতিশীল মানসিকতা মন ছুঁয়ে গেছে সবার।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। বিএসএনএল কর্মী অনিল কুমারের মেয়ে উরভি পেশায় ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন অনিল। তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ার স্বামীর সঙ্গে দিল্লিতে থাকতে শুরু করেন উরভি।

কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার ওপর অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকজন। এতে অতিষ্ঠ হয়ে ছোট্ট মেয়ের হাত ধরে স্বামীর ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন উরভি। ডিভোর্সের মামলা দায়ের করেন। গত ২৮শে ফেব্রুয়ারি তাদের বিচ্ছেদে অনুমোদন দেন আদালত।

আইনি লড়াইয়ের পর অবশেষে পুরোপুরিভাবে দাম্পত্য জীবনে ইতি টেনে শ্বশুরবাড়ি ছাড়েন উরভি। যেদিন তিনি বাড়ি ফিরে আসেন, সেদিন তার বাবা আট বছর আগের বিয়ের দিনের মতোই বাদ্যবাজনার আয়োজন করেন। ‘ব্যান্ড পার্টি’ ডেকে মেয়েকে বাড়িতে স্বাগত জানান অনিল।

আরও পড়ুন: ইসরায়েলের কারাগারে লেখা প্যালেস্টাইনি লেখকের উপন্যাস জিতল সেরার খেতাব

তিনি বলেন, বিয়ের পর মেয়েকে যেভাবে শ্বশুরবাড়ি পাঠিয়েছিলাম, ঠিক সেভাবেই তাকে ঘরে ফিরিয়ে আনলাম। আমরা চাই সে নতুন করে নিজের জীবন শুরু করুক।

বিচ্ছেদ প্রসঙ্গে উরভি বলেন, আট বছর ধরে নির্যাতন, মারধর ও কটূক্তি সহ্য করেও আমি সম্পর্ক বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

ব্যান্ড বাজিয়ে মেয়েকে ঘরে ফেরানোর বিষয়ে অনিল বলেন, আমি এর মাধ্যমে সমাজ ও মানুষকে একটি বার্তা দিতে চেয়েছি। বিয়ে দিয়ে দেওয়ার পরে মেয়েদের উপেক্ষা করবেন না। বরং তাদের বোঝার চেষ্টা করুন।

সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন

এসকে/  আই.কে.জে

স্বামী-স্ত্রী বিবাহবিচ্ছেদ

খবরটি শেয়ার করুন