রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিউইয়র্কে মোদির সঙ্গে বৈঠক করতে চান ড. ইউনূস *** বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত *** সরকারের সুস্পষ্ট আশ্বাস ছাড়া আন্দোলন চালিয়ে যাবেন চাকরিপ্রত্যাশীরা *** খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে *** সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা *** আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ *** এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা *** চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ *** আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা *** রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা আরও দৃশ্যমান হবে : অর্থ উপদেষ্টা

প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দেওয়ায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি প্রেসিডেন্ট বাইডেনসহ মার্কিন কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনকে হুমকি দেওয়ার দায়ে ফ্লোরিডার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার কয়েকদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটল।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জেসন প্যাট্রিক অ্যালডে (৩৯)। ফ্লোরিডার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস জানিয়েছে, গত সোমবার (১৫ই জুলাই) জেসন প্যাট্রিককে গ্রেফতার করা হয়।

ফ্লোরিডার কুইন্সির বাসিন্দা অ্যালডের বিরুদ্ধে ‘হুমকিপূর্ণ বার্তা পাঠানো, প্রেসিডেন্ট বাইডেন এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কাজে নিযুক্ত’ থাকার অভিযোগ আনা হয়েছে বলে অ্যাটর্নি অফিস বুধবার (১৭ই জুলাই) এক ঘোষণায় বলেছে।

আরো পড়ুন : কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

ফৌজদারি অভিযোগ অনুসারে, গত মাসে ফ্লোরিডার তালাহাসিতে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার সময় বাইডেন সম্পর্কে হুমকিমূলক বিবৃতি দিয়েছিলেন অ্যালডে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া নানা পোস্টে তিনি আরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর অ্যালডেকে বিচারের অপেক্ষায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (১৩ই জুলাই) পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারী গুলি চালালে ৭৮ বছর বয়সী ট্রাম্প কানে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই হামলায় সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি প্রাণ হারান।

পরে ২০ বছর বয়সী বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস মার্কিন সিক্রেট সার্ভিস স্নাইপারদের গুলিতে নিহত হন।

এস/ আই.কে.জে/

জো বাইডেন

খবরটি শেয়ার করুন