শনিবার, ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবারের নববর্ষের শোভাযাত্রায় তরমুজের মোটিফ থাকছে যে কারণে *** ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে পরিবর্তন *** আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছেন এক এগারোর সরকারের দাপুটে উপদেষ্টা *** ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে অর্থনীতিতে প্রভাব পড়বে কী না, যা বলছেন অর্থনীতিবিদ *** মঙ্গল শোভাযাত্রার নাম বদলে গেল *** বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্ঠী এনগ্রো *** 'রাস্তায় মানুষ বলছে, আপনারা আরও পাঁচ বছর থাকেন' *** বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে যা বলছেন ভারতীয় সাংবাদিক *** আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস *** অলিম্পিকে ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

শাহ আমানতে তিন পাচারকারী গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার পথে এক কেজি স্বর্ণালংকারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর-পতেঙ্গা সড়কে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক (গোয়েন্দা) খন্দকার মুনিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় মোট এক কেজি ওজনের স্বর্ণালংকার (৫০টি স্বর্ণের চুড়ি, ৪৯টি স্বর্ণের আংটি), একটি ল্যাপটপ, ১৯টি মোবাইলফোন, ১৬ কার্টন সিগারেট জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন চট্টগ্রামের রাউজান থানাধীন খৈয়াখালী গ্রামের মো. দিদারুল আলম (৩৩), নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা এলাজার মো. ইমরান (২২) এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া গ্রামের সাইমন হোসেন (১৭)।

আরো পড়ুন: জনদুর্ভোগ এড়াতে সংবর্ধনা ছাড়াই চট্টগ্রামে শিক্ষামন্ত্রী

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিদেশ থেকে সোনার একটি চোরাচালান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেস চট্টগ্রামের এন্টি স্মাগলিং কর্মকর্তা লে. কমান্ডার এইচএম তানজিমুল ইসলাম মজুমদারের নেতৃত্বে চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর-পতেঙ্গা সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মাইক্রোকে থামার সংকেত দিলে এটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তবে কোস্টগার্ড সদস্যরা মাইক্রোটি থামাতে সক্ষম হন।

গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত। জব্দকৃত স্বর্ণালঙ্কার চট্টগ্রাম কাস্টমস হাউজে এবং আসামিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচআ / আই.কে.জে 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেফতার কোস্টগার্ড পাচারকারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন