ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় আটক ৫৭ বাংলাদেশিকে মুক্তির ঘটনাকে বড় কূটনৈতিক জয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন।
সমন্বয়ক হাসনাত তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সংযুক্ত আরব আমিরাত বন্দি ৫৭ বাংলাদেশি স্বৈরাচারবিরোধী প্রতিবাদকারীকে মুক্তি দিয়েছে, যা বাংলাদেশের বড় কূটনৈতিক জয়।’
এর আগে দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শিগগিরই তাদের বাংলাদেশে পাঠানো হবে। মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কথা জানান।
কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ওআ/কেবি
খবরটি শেয়ার করুন