ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার রাফা নগরীতে তীব্র লড়াইয়ের পর্যায় প্রায় শেষ হয়ে এসেছে।
তিনি বলেন, হামাসকে ক্ষমতা থেকে পুরোপুরি না হটানো পর্যন্ত যুদ্ধ চলবে। লেবানন সীমান্তেও ইসরায়েলের সেনাবাহিনী শিগিরিই নতুন করে সেনা মোতায়ন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে গুলি বিনিময় বেড়েই চলেছে।
হামাসের পরিবর্তে পশ্চিম তীর-ভিত্তিক প্যালেস্টাইন কর্তৃপক্ষ গাজা শাসন করবে এমন ধারণাও পুনরায় নাকচ করেছেন নেতানিয়াহু।
আরো পড়ুন: আমেরিকার সঙ্গে সমঝোতা, দোষ স্বীকার করে অবশেষে কারামুক্ত অ্যাসাঞ্জ
ইসরায়েলের এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে: হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চলমান সামরিক নিরস্ত্রীকরণ চলতে দেওয়া, নয়ত একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি, এই অঞ্চলের কিছু দেশের সমর্থন এবং ব্যবস্থাপনায় সামনে এগিয়ে যাওয়ার এটিই সঠিক পথ।”
নেতানিয়াহু আরও বলেন, “আমি কী করতে প্রস্তুত নই তা আপনাকে বলব। আমি সেখানে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি প্যালেস্টাইনি কর্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তর করতেও প্রস্তুত নই।”
এইচআ/