শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

লাঠির আঘাতে প্রাণ গেল বাবার, ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জামালপুরে ছেলের লাঠির আঘাতে বাবা নজরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে হৃদয় হাসান বাবুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ই সেপ্টেম্বর) জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘাতক হৃদয় হাসান বাবু একজন মানসিক রোগী। তাকে প্রায় ৭-৮ বছর ধরে মানসিক চিকিৎসা করা হলেও অবস্থার উন্নতি হয়নি। হৃদয়ের অবস্থা আরও খারাপ হওয়ায় তার পায়ে শিকল দিয়ে বাড়িতেই আটকিয়ে রাখা হয়েছিল। শনিবার (১৪ই সেপ্টেম্বর) দুপুরে টয়লেটে যাওয়ার কথা বলে তার পায়ের শিকল খুলে দিতে বলে সে। এ কথা শুনে বাবা নজরুল ইসলাম তার পায়ের শিকল খুলে দিলে পাশে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হৃদয়। বাড়িতে থাকা অন্য সদস্যরা দ্রুত নজরুল ইসলামকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে হৃদয়কে গ্রেফতার করে।

ওআ/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন