ফাইল ছবি (সংগৃহীত)
বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে কিছু কিছু স্থানে বৃষ্টির খবরও পাওয়া গেছে। সোমবার (২৩শে ডিসেম্বর) এ অবস্থার অবসান ঘটবে।
শনিবার (২১শে ডিসেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এই লঘুচাপের কারণে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এমন অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩শে ডিসেম্বর)।
এ কে এম নাজমুল হক জানান, শনিবার পরিবেশ মেঘাচ্ছন্নই থাকবে। রোববার ঢাকাসহ উত্তর অঞ্চলে কিছুটা সূর্যের দেখা পাওয়া যাবে। তবে সকালের দিকে না হলেও দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে। আর পরিবেশের এমন গুমোট অবস্থার অবসান ঘটবে আগামী সোমবার (২৩শে ডিসেম্বর)।
শিগগিরই ঢাকা ও আশপাশের অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনাও নেই বলে জানান এ আবহাওয়াবিদ।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সকাল ৬টায় (২১শে ডিসেম্বর) এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
ওআ/কেবি