শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অনুমোদনবিহীন বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা হাসপাতালটির নাম ইসলামিয়া হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক।

সোমবার (২৯শে জানুয়ারি) বিকেলে উপজেলার ঘরিসার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।

আরো পড়ুন: সোনার বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জান যায়, বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালটি সিলগালা করার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে পারেন, তাহলে আবার হাসপাতালটি পরিচালনার অনুমতি দেওয়া হবে।

এইচআ/ আই.কে.জে

হাসপাতাল ভ্রাম্যমাণ আদালত সিলগালা অনুমোদনবিহীন

খবরটি শেয়ার করুন