শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

তিন দেশের রাষ্ট্রদূতকে তলব তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স তিন দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় রোববার (১৪ই এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলের ওপর তেহরানের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইউরোপের এই তিন দেশের ‘দায়িত্বজ্ঞানহীন অবস্থানের’কারণ জানতে রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে।

আন্তর্জাতিক একটি বার্তাসংস্থা জানিয়েছে, পরে ইরানে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত সিমন শেরক্লিফ, জার্মানির রাষ্ট্রদূত হানস উডো মুজেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস হোস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের পরিচালক তিন দেশ ‘দ্বিমুখী আচরণ’করেছে বলে অভিযোগ করেন। কেননা, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলের হামলার নিন্দা করে একটি রাশিয়ান-খসড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিবৃতির বিরোধিতা করেছিলেন তারা। 

আরো পড়ুন: ১০০ বছর পর গ্রিসের ঐতিহাসিক ইয়েনি যামি মসজিদে ঈদের নামাজ

তিনি রাষ্ট্রদূতদের বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে নির্ধারিত বৈধ প্রতিরক্ষার অধিকারের কাঠামোর আওতায় ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। এই হামলা দূতাবাসে সাম্প্রতিক হামলাসহ একাধিক অপরাধের প্রতিক্রিয়া মাত্র।

তিন দেশের রাষ্ট্রদূতেরা বলেছেন, শিগগিরই তারা নিজ দেশের রাজধানীতে এই বার্তা পৌঁছে দেবেন। এর আগে জি-সেভেনের অন্তর্ভুক্ত ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা করতে রোববারের (১৪ই এপ্রিল) পর একটি ভিডিও কল করবে বলে আশা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে ইসরায়েল হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার (১৩ই এপ্রিল) ইসরাইলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান।

সূত্র: বিবিসি

এইচআ/ 

হামলা রাষ্ট্রদূত ইরান-ইসরায়েল উত্তেজনা

খবরটি শেয়ার করুন