বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের নামাজ শেষে প্যালেস্টাইনদের জন্য বিশেষ দোয়া

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আল্লাহর উদ্দেশে পশু কোরবানির আগে মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনায় ধর্মীয় বিধিবিধান, নিয়ম মেনে কোরবানি করা, অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণের বিষয়াদি নিয়ে আলোচনা করেন ইমামরা। নামাজ শেষে সব জায়গায় বিশেষ মোনাজাত করা হয়। এতে প্যালেস্টাইনদের নির্যাতিত মুসলমানদের নিয়ে প্রার্থনা করা হয়।

মোনাজাতে ইমামদের পক্ষ থেকে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরতা বন্ধে আল্লাহর কাছে দোয়া করা হয়।  

রাজধানীর অন্যান্য মসজিদের মতো জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ শেষেও মোনাজাতে ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য দোয়া করা হয়। এ সময় আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

এদিকে, নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা নেমে পড়েছেন পশু কোরবানি করতে। মহল্লার অলিগলিতে, কেউ নিজেদের বাড়ির নিচে কোরবানি করছেন। 

অন্যদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে এক জায়গায় বেশি কোরবানি করার এক ধরণের নির্দেশনা থাকলেও তা খুব একটা মানতে দেখা যায়নি রাজধানীতে। কাছাকাছি দূরত্বে অনেকে কোরবানি করায় পশুর রক্ত ও বর্জ্য বেশি ছড়াচ্ছে। ফলে সিটি করপোরেশনের কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সময় লাগবে বেশি। এতে মানুষের দুর্ভোগ বেশি হবে এমন আশঙ্কা রয়েছে।

ওআ/

ঈদ

খবরটি শেয়ার করুন