বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ২৬শে জুন ২০২৪

#

কয়েকদিনে টানা ভ্যাপসা গরমের পর আজ স্বস্তির বৃষ্টিতে ভিজছে রাজধানীর পথঘাট। এতে গরম কাটলেও ভোগান্তিতে পড়েছেন বাইরে বের হওয়া মানুষজন।

অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসী পড়েছেন ভোগান্তিতে। এতে সড়কে যানবাহন চলাচল কমে যায়। 

আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানানো হয়েছিল, বুধবার (২৬শে জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে ভারি বর্ষণ হবে। ভোর থেকেই ঢাকার আকাশ ছিল কিছুটা মেঘলা। এতে বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি।

এরমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় নামে ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে মানুষজন পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন তারা মাঝ রাস্তায় আটকে পড়েন।

এমন অবস্থায় পথাচারী, ছিন্নমূল মানুষ অনেকে আশ্রয় নেন মেট্রোরেলের পিলারের নিচে। এসময় সেখানে আশ্রয় নেন চা-সিগারেট বিক্রেতারাও। অনেককে সময় পার করতে চা-সিগারেট পান করতে দেখা যায়। এতে খুশি বিক্রেতারা।

ওআ/

বৃষ্টি

খবরটি শেয়ার করুন