ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই গৌরবের এ মাইলফলকে পৌঁছেন তিনি। ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে মুশফিকের এ অর্জনকে সম্মান জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরপর ব্যাটিংয়ে নেমে পুরনো মুশফিক। সহজাত টেস্ট ব্যাটিংয়ে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। প্রথম দিন পুরো ৯০ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। মুশফিকের সঙ্গে ৪৭ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস।
টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের ‘কাণ্ডারি’, কখনো-বা ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এ ব্যাটার গতকাল আরেকবার আস্থার প্রতিদান দিলেন। ১৮৭ বলে ৯৯ করেছেন মাত্র ৫ বাউন্ডারিতে। অর্থাৎ তিনি দৌড়েই নিয়েছেন ৭৯ রান!
এছাড়া মুমিনুল হক সৌরভ ১২৮ বলে ৬৩, লিটন দাস ৮৬ বলে ৪৭, সাদমান ইসলাম ৩৫ ও মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেন। মুমিনুলের সঙ্গে ২১৪ বলে ১০৭ ও লিটনের সঙ্গে ১৬০ বলে ৯০ রানের জুটি গড়েন ৩৮ বছর বয়সী মুশফিক। বাংলাদেশের পতন হওয়া চারটি উইকেটই শিকার করেন আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন।
আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) মাত্র ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। এর আগে শততম টেস্টে ১০ ব্যাটারের ১১টি সেঞ্চুরির কীর্তি আছে। তারা হলেন কলিন কাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, রিকি পন্টিং (শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি), গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মুশফিক গতকাল শততম টেস্টে মাঠে নেমে দেশের হয়ে ইতিহাস গড়েন। মুমিনুল হক ৭৫ টেস্ট খেলে তার নিকটতম দূরত্বে অবস্থান করছেন।
এছাড়া তাইজুল ইসলাম ৫৭ টেস্ট, মেহেদী হাসান মিরাজ ৫৬ টেস্ট, লিটন দাস ৫২ টেস্ট, সাকিব আল হাসান ৭৪ টেস্ট, তামিম ইকবাল ৭০ টেস্ট ও চলতি সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন।
গতকাল বাংলাদেশের প্রথম ও সব মিলিয়ে বিশ্বের ৮৪তম খেলোয়াড় হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার রেকর্ড ২০০ টেস্ট খেলার কৃতিত্ব দেখান। তিনি ৫১টি সেঞ্চুরিতে রেকর্ড ১৫ হাজার ৯২১ রান করেছেন। এছাড়া দেড়শর বেশি টেস্ট খেলেছেন নয়জন।
টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। ১০০ টেস্টে এখন পর্যন্ত তার রান টেস্টে ৩৮ দশমিক ৬২ গড়ে সর্বোচ্চ ৬ হাজার ৪৫০। এ পথে ১২টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ডাবল সেঞ্চুরি করেছেন তিনটি।
শততম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরির গৌরব নিয়ে ড্রেসিংরুমে ফিরতে পারতেন মুশফিক। শেষ ওভারে তার দরকার ছিল ৩ রান। স্পিনার গ্যাবিন হোইয়ের সেই ওভারে স্ট্রাইকে ছিলেন তিনি। প্রথম দুই বল ডট দেয়ার পর তৃতীয় বলে গিয়ে প্রথম রান নেন। স্ট্রাইকে আসেন লিটন দাস। তিনি সিঙ্গেল নিয়ে পঞ্চম বলে মুশফিককে স্ট্রাইক দেন। শেষ বলে মুশফিক নিতে পারলেন মাত্র ১ রান। শেষ বল করার আগে কয়েক মিনিট সময় নষ্ট করে আইরিশরা।
জে.এস/
খবরটি শেয়ার করুন