ছবি: সংগৃহীত
পেঁয়াজের বাজার কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা। দুদিন আগেও ১২০ টাকা বিক্রি হলেও এখন প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বুধবার (১৪ই ফেব্রুয়ারি) হিলি বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়।
বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে এখন দ্বিগুণ হয়েছে। এরইমধ্যে দুদিন আগে হঠাৎ করে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়। এতে আমরা বিপাকে পড়ে যাই। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরো কমলে আমাদের অনেক ভালো হয়।
আরো পড়ুন: ৬ মাসে প্রায় ৬ হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, আবারো বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১০৫ টাকা দরে। খুচরা ১২০ টাকা কেজি।
সরবরাহ বাড়ায় বর্তমানে দাম কমে পাইকারিতে ৮৫ এবং খুচরা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মেহেরপুরের পেঁয়াজ যা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার ( ১১ই ফেব্রুযারি) এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ সরবরাহের পাশাপাশি ভারত থেকে আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের সংস্থার পক্ষ থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হচ্ছে। কেউ যদি কৃত্রিম সংকটের মাধ্যমে অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এইচআ/