বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

অবশেষে কেজিতে ৩০ টাকা কমলো পেয়াঁজের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পেঁয়াজের বাজার কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর এবার দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা। দুদিন আগেও ১২০ টাকা বিক্রি হলেও এখন প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) হিলি বাজারে গিয়ে এ চিত্র দেখা যায়। 

বাজারে পেঁয়াজ কিনতে আসা রাব্বি ইসলাম বলেন, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে এখন দ্বিগুণ হয়েছে। এরইমধ্যে দুদিন আগে হঠাৎ করে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়। এতে আমরা বিপাকে পড়ে যাই। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরো কমলে আমাদের অনেক ভালো হয়।

আরো পড়ুন: ৬ মাসে প্রায় ৬ হাজার কোটি টাকার ওষুধ রপ্তানি

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবু তাহের বলেন, আবারো বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। দুদিন আগে পাইকারিতে প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০-১০৫ টাকা দরে। খুচরা ১২০ টাকা কেজি।

সরবরাহ বাড়ায় বর্তমানে দাম কমে পাইকারিতে ৮৫ এবং খুচরা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মেহেরপুরের পেঁয়াজ যা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোববার ( ১১ই ফেব্রুযারি) এ পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ সরবরাহের পাশাপাশি ভারত থেকে আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে মনে করছেন বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের সংস্থার পক্ষ থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হচ্ছে। কেউ যদি কৃত্রিম সংকটের মাধ্যমে অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এইচআ/  

হিলি পেয়াঁজের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250