সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি

২০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেলেন অন্তত দুই হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর সোমবার (১৩ই অক্টোবর) হামাস ও ইসরায়েল বন্দিবিনিময় করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা থেকে রেডক্রসের হাতে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করে হামাস। পরে তাদের ইসরায়েলে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ১ হাজার ৯৬৮ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল।

তারা বেশির ভাগ বন্দীকে গাজা উপত্যকায় ফিরিয়ে দেয়। কিছু বন্দীকে দখল করা পশ্চিম তীরে পাঠানো হয়। তবে ১৫০ জন ফিলিস্তিনিকে সম্পূর্ণভাবে দেশছাড়া করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের মিসরে পাঠানো হয়েছে, পরে অন্য দেশে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শত্রুরা তাদের সামরিক শক্তি ও সেরা গোয়েন্দাদের ব্যবহার করেও বন্দীদের উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখন তারা বাধ্য হয়েছে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে তাদের ফেরত নিতে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মুক্ত বন্দীদের জন্য হামাস সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমরা অঙ্গীকার করছি—তোমাদের মুক্তির সংগ্রাম জাতীয় অগ্রাধিকার হিসেবে থাকবে, যত দিন পর্যন্ত শেষ বন্দীও মুক্ত না হয়।’

এদিকে বন্দিবিনিময়ের আগে বিরল একটি ঘটনা ঘটেছে। হামাস ইসরায়েলের কয়েকজন বন্দীকে মুক্তির আগে তাদের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলার সুযোগ দেয়। ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, মাতান জাঙ্গাউকার, নিমরোদ কোহেন, ডেভিড ও এরিয়েল কুনিও নামের বন্দীরা হামাস যোদ্ধাদের উপস্থিতিতে তাদের পরিবারের সঙ্গে ভিডিওকলে কথা বলছেন।

জে.এস/

ইসরায়েলি জিম্মি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250