ছবি: সংগৃহীত
চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১৩ বছর পর গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৯ই ডিসেম্বর) রাতে নগরের পাহাড়তলি থানাধীন রেলওয়ে স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. জসিম উদ্দিন প্রকাশ রানা (৩৬) নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম হাজীপাড়া এলাকার মৃত আবদুল মালেক লেদুর ছেলে।
আরও পড়ুন: তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নগরের পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন প্রকাশ রানাকে দীর্ঘ ১৩ বছর পর গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানান, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৩ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। তাকে নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন