ছবি: সংগৃহীত
সয়ংক্রিয়ভাবে পদ্মা সেতুর টোল আদায় কার্যক্রম জোরদার করতে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেছে সরকারের সেতু বিভাগ। বুধবার (৩০শে এপ্রিল) পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্–বাংলা ব্যাংক ও মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি সই হয়।
সেতু বিভাগ ২০২০ সালের ডিসেম্বরে ‘ইটিসিতে টোল দেব, দ্রুত সেতু পার হব’ স্লোগানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ে প্রতিটি টোল প্লাজায় একটি করে বুথ চালু করে। এত দিন যমুনা সেতুতে এ সেবা চালু ছিল।
এদিকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজায় স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করার (ইটিসি) বুথ রয়েছে যেখানে সেতু পারাপারের সময় যানবাহনটিতে থাকা বেতার তরঙ্গ শনাক্ত করার (আরএফআইডি) স্টিকার থেকে টোল প্লাজায় থাকা যন্ত্র যানবাহনের তথ্য সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়।
এর জন্য নিদিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিবন্ধন করা অ্যাকাউন্ট থাকতে হবে।
পদ্মা সেতুর ইটিসি বুথ নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হয়ে পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াজ উদ্দিন আহমেদ, ডাচ্–বাংলা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ এবং নগদের প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা মো. মুইজ তাসনিম নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির সময় সেতু বিভাগের সচিব আবদুর রউফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএইচ/
খবরটি শেয়ার করুন