শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢামেকে এক ঘণ্টা অবরুদ্ধ আসিফ নজরুল, বেরোলেন বাগান গেট দিয়ে *** কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য *** আসিফ নজরুলকে 'ভণ্ডামি বাদ দিতে' বললেন হাসনাত আবদুল্লাহ *** অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রি করলে জেল ও জরিমানা *** মুরগি খাওয়া রোধে পাতা ফাঁদে ধরা পড়ল মেছো বাঘ *** আর্জেন্টিনার হয়ে মেসির সময় তাহলে ফুরিয়ে এল *** লতিফ সিদ্দিকী যা বললেন আদালতে *** ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান *** আটকের ১২ ঘণ্টা পর মামলা লতিফ সিদ্দিকী, শিক্ষক কার্জনসহ ১৬ জন কারাগারে *** নির্বাচনী কর্মকর্তাদের জুতার মালা ও জেলের কথা মনে করিয়ে দিলেন ইসি

চুল পড়ার কারণ হতে পারে চিরুনি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই আছেন। সঠিক যত্ন নেওয়ার পরও অনেকের চুল পড়া কমে না। অতিরিক্ত হেয়ার ফল হওয়ার কারণ বুঝতে পারেন না অধিকাংশই। আপনিও যদি তেমন ভুক্তভোগী হন, তবে একবার নজর দিন চিরুনিতে।চুল পড়ার কারণ হতে পারে চিরুনিও। অপরিষ্কার চিরুনির কারণে চুলও অপরিষ্কার হয়ে যায়। তাই আর দেরি না করে জেনে নিন কতদিন অন্তর অন্তর চিরুনি পরিষ্কার করা প্রয়োজন।

চুলের সৌন্দর্য ধরে রাখতে যত্ন নেওয়ার বিকল্প নেই। পাশাপাশি নিয়ম করে আঁচড়ানোও জরুরি। না হলে চুলে জট পড়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও চুলের গোড়ায় ময়লা জমে। আর তাতে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও কমে যায়। তাই দিনে কয়েকবার সঠিক নিয়মে চুল আঁচড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চুল পড়া কমাতে যেমন স্ক্যাল্প পরিষ্কার রাখা প্রয়োজন; ঠিক তেমনই চিরুনিও নিয়মিত পরিষ্কার করা জরুরি। প্রতিদিন যদি আপনি নোংরা চিরুনিতে চুল আঁচড়ান, তবে চুলের ক্ষতি হবেই। এমনকি হতে পারে অতিরিক্ত হেয়ার ফল। স্ক্যাল্পে হানা দিতে পারে নানা সংক্রমণ।

চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে চিরুনি পরিষ্কার রাখার বিকল্প নেই।

আরো পড়ুন : খাওয়ার পরে ক্লান্ত লাগে? সমাধান জেনে নিন

কাঠের বড় চিরুনিতে ময়লা কম ধরে, তাই প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে না। সরু দাঁতের চিরুনিতে তাড়াতাড়ি ময়লা জমে। তাই প্রতি ১৫ দিন অন্তর সেটি পরিষ্কার করুন। তবে ফাইবারের চিরুনি কম বেশি সকলেই ব্যবহার করেন। এগুলোতেও তাড়াতাড়ি ময়লা জমে। ১৫ দিন অন্তর এই ধরনের চিরুনি পরিষ্কার করতে হবে।

অনেকে আবার হেয়ার ব্রাশ এবং রোলার ব্যবহার করেন। এগুলো পরিষ্কার করা বেশ কঠিন। আর ময়লা পড়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। তাই ২০ দিন অন্তর হেয়ার ব্রাশ কিংবা রোলার পরিষ্কার করতে হবে।

কীভাবে পরিষ্কার করবেন চিরুনি?

একটি পাত্রে ঈষদুষ্ণ পানি নিয়ে, তাতে লিকুইড সোপ মেশান। এক্ষেত্রে শ্যাম্পু এবং বডিওয়াশও ব্যবহার করতে পারেন। সাবান মেশানোর পর চিরুনি ৩০ মিনিট এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি থেকে তুলে একটি ব্রাশ দিয়ে চিরুনির দাঁতগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। তারপর ধুয়ে ১৫ মিনিট রোদে রাখুন।

কতবার চুল আঁচড়াবেন জানেন?

দিনে অন্তত দুই থেকে তিন বার চুল আঁচড়ানো ভালো। এতে আপনার চুল ভালো থাকবে। একই সঙ্গে স্ক্যাল্পে রক্ত সঞ্চালনও বৃদ্ধি পাবে। চুল পড়া অনেকটা কমে যাবে। তবে খুব বেশি হেয়ার ব্রাশ করবেন না। তাতে চুলের ক্ষতি হতে পারে।

এস/  আই.কে.জে

চুল পড়া চিরুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন