সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ *** জুলাই গণ-অভ্যুত্থানে আমেরিকার যুক্ততার অভিযোগ মিথ, বললেন সাবেক কূটনীতিক *** ১লা আগস্ট ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে উত্তরাঞ্চলের ৩ জেলা

গরমে তালমিছরি খাবেন যে কারণে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঋতু পরিবর্তনের এসময় ঠান্ডার সমস্যা লেগেই থাকে। আর ভেষজ উপাদান হিসেবে তালমিছরি ভীষণ উপকারী। তালমিছরি মূলত অপরিশোধিত চিনির একটি ধরন, যা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতিতে রন্ধনশিল্পে এবং চিকিৎসাশাস্ত্রে ব্যবহৃত হয়। প্রতিদিন পরিমিত মাত্রায় মিছরি খেলে আপনার শরীরের জন্য বেশ কিছু উপকার বয়ে আনে। এছাড়া গরমে তালমিছরি খাবেন যে কারণে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক—

১. শক্তি বাড়ায়

মিছরি শরীরের জন্য প্রয়োজনীয় শর্করা বা কার্বোহাইড্রেটের ভালো উৎস। শরীরে দ্রুত এবং সহজপাচ্য শক্তির জোগান দেয়।

২. কাশি দূর করে

মিছরি কুসুম গরম পানিতে বা দুধে গুলিয়ে খেলে কাশির সমস্যা থেকে বেশ আরাম পাওয়া যায়। এভাবে মিছরি খেলে গলাব্যথাও দূর হয়।

আরো পড়ুন : গরমে নিম পানিতে গোসলের উপকারিতা

৩. পরিপাকে সাহায্য করে

খাবার খাওয়ার পর মিছরি খেলে তা পরিপাককারী উৎসেচকের ক্ষরণ বাড়িয়ে পরিপাক সহজ করে দেয়।

৪. পুষ্টি উপাদান শোষণ বৃদ্ধি করে

মিছরি আমাদের শরীরে অ্যালকালাইজেশন বা ক্ষারকরণ প্রভাব তৈরি করে। ফলে শরীরে কিছু পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি পায়।

৫. প্রশান্তি বয়ে আনে

শরীর ও মনে প্রশান্তি বয়ে আনে বলে মিছরির বেশ নামডাক আছে। নবজাতককে মিছরি খাওয়ালে শিশু শান্ত থাকে।

৬. শরীর ঠান্ডা রাখে

শরীর ঠান্ডা রাখার উপাদান আছে মিছরিতে। প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে তাই মিছরি খেতে পারেন।

৭. প্রদাহ দূর করে

কুসুম গরম পানিতে মিছরি গুলিয়ে গড়গড়াসহ কুলি করলে গলায় জ্বালাপোড়া এবং প্রদাহ দূর হয়।

৮. রক্ত পরিশোধন করে

কিছু চিকিৎসা ব্যবস্থায় রক্ত পরিশোধক হিসেবেও মিছরির উল্লেখ আছে। রক্ত পরিশোধন করে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে এর ভূমিকা আছে।

৯. শ্বসনতন্ত্রের জন্য উপকারী

কিছু হারবাল চিকিৎসায় শ্বসনতন্ত্রের উপকারী উপাদান হিসেবে মিছরির ব্যবহার আছে। মিছরি ফুসফুস থেকে কফ বা শ্লেষ্মা দূর করে।

১০. মানসিক চাপ কমায়

মিছরি মুখের মধ্যে নিয়ে রেখে ধীরে ধীরে গলতে দিলে মানসিক চাপ দূর হয় ও মন প্রশান্ত হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


তালমিছরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন