সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গরমে নিম পানিতে গোসলের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই তীব্র গরমে অস্বস্তিতে ভুগছেন সবাই। কী করলে এই গরমে শরীরে আরাম মিলবে, তার পথ খুঁজছেন অনেকেই। এই সময় পানিতে নিম পাতা মিশিয়ে গোসল সারতে পারেন। এতে নানা উপকার পাবেন। চলুন জেনে নেওয়া যাক গরমে নিম পানিতে গোসলের উপকারিতা সম্পর্কে-

ঘামের গন্ধ

গরমে শরীর ঘেমে একাকার হয়ে যায়। চপচপে ঘামে ভেজা শরীর থেকে দুর্গন্ধ সহজে যেতে চায় না। বাইরে বেরোনোর আগে নিম পানিতে গোসল করতে পারেন। এতে ঘামের গন্ধ দূর হবে। 

দাগ ছোপ

গরমের দিনে ত্বক রুক্ষ হয়ে যায়। রোদে পুড়ে ত্বক কালো হয়ে যায়। মেচতাসহ নানা দাগ দেখা দেয়। নিম পাতার যেকোন ধরনের দাগ দূর করতে বেশ কার্যকরী। এছাড়াও ব্ল্যাকহেডসের সমস্যা থাকলে নিম পাতা দিয়ে গোসল করতে পারেন। এতে ত্বকের সমস্যা দূর হবে। 

আরো পড়ুন : এই গরমে কী খেলে স্বস্তি পাবেন

অ্যালার্জি

গরমের দিনে অ্যালার্জির সমস্যাও বাড়ে। শরীর চুলকানি থেকে আরাম পেতে নিমের ফোটানো পানিতে গোসল করতে পারেন। নিমে থাকা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যে কোনও সংক্রামক ব্যাধি, ত্বকের সমস্যায় উপকারী। আপনি যদি এ ধরনের সমস্যায় ভোগেন তাহলে নিমপাতা ফোটানো পানি ঠান্ডা করে তা গোসলের পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে গোসল করলে উপকার পাবেন।

খুশকি

খুশকির সমস্যা দূর করতে নিমের তুলনা নেই। খুশকির সমস্যা থাকলে কাঁচা নিমপাতা হাতে চিপেও তার রস মাথায় লাগাতে পারেন। এছাড়াও চুলের গোড়ায় ধুলো ময়লা জমলে তা দূর করতে নিমপাতা উপকারী। সেক্ষেত্রে নিম পাতা মেশানো পানি দিয়ে গোসল করলে উপকার পাবেন। 

নিমপাতা দিয়ে কীভাবে গোসল করবেন

তাজা ও পরিষ্কার নিমপাতা ভালো করে ধুয়ে নিন। এরপর পানিতে দিয়ে হালকা আঁচে নিমপাতা ফুটতে দিন। ৩ থেকে ৪ মিনিট পাতা ফোটান। জলের রঙ একটু হলদেটে হলে ও নিমের গন্ধ বের হলে তা থেকে পাতা ছেঁকে নিন। ঠান্ডা হলে বালতির পানিতে মেশান। এছাড়াও নিমপাতা সামান্য বেটে তার রস গোসলের পানিতে মিশিয়ে তাতে গোটা নিমপাতা দিয়ে দিন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস/ আই.কে.জে/

গোসল নিম পাতা

খবরটি শেয়ার করুন