শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ই আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর শহিদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় গাড়ি চালককে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম হোসেন। তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: ওসিকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বর (গোরহাঙ্গা রেলগেট) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশী অস্ত্র পাওয়া যায়। শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সোপর্দ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।

এসি/ আই.কে.জে/

শিক্ষার্থী দেশীয় অস্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন