রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

আমেরিকার সংবিধান বদলের কথা কী ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি ও টি-শার্ট। কিন্তু আমেরিকার সংবিধান অনুযায়ী, ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে তৃতীয়বারের জন্য নির্বাচন করতে পারবেন না ট্রাম্প।

৭৮ বছর বয়সী ট্রাম্প বর্তমানে দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক জনমত জরিপে তার জনপ্রিয়তাও নিম্নমুখী। তৃতীয়বার তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

আজ শুক্রবার (২৫শে এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে সম্পর্কিত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বৃহস্পতিবার তার ছেলে এরিক ট্রাম্পের একটি ছবি শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, এরিক ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি লাল টুপি পরে আছেন। এ টুপির মূল্য ৫০ ডলার। ট্রাম্প স্টোরের ওয়েবসাইটে পণ্যটির বিবরণে লেখা আছে, ‘আমেরিকায় তৈরি এ ট্রাম্প-২০২৮ টুপির মাধ্যমে আপনার অবস্থান স্পষ্ট করুন।’

এ ছাড়া নীল ও লাল রঙের টি-শার্টও বিক্রি হচ্ছে, যার গায়ে ‘ট্রাম্প ২০২৮’ লেখা রয়েছে। প্রতিটি টি-শার্টের দাম ৩৬ ডলার। টি-শার্টের মধ্যে একটি অতিরিক্ত স্লোগান হিসেবে লেখা আছে—নিয়ম নতুন করে লিখো।

এ প্রচারণা এমন সময় শুরু হলো, যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের ১০০ দিনের কাছাকাছি সময় পার করছেন। এ সময়ের মধ্যে তার নীতিনির্ধারণ, বিশেষ করে জীবনযাত্রার ব্যয় ও বাণিজ্যনীতির বিষয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আমেরিকার সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দ্বিতীয় মেয়াদে রয়েছেন। তবে সম্প্রতি তিনি দাবি করেছেন, তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ারও কিছু উপায় রয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে কোনো মজা করছেন না।

এইচ.এস/

ঢাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250