ছবি: সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির পাঁচ দিন পর ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ৯টি বগির মধ্যে ৮টি বগি উদ্ধার করা হয়েছে, বাকি রয়েছে আরও একটি বগি। আজ বৃহস্পতিবারের মধ্যে এটিও উদ্ধার করা হবে জানান চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (২১শে মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে শুধু ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করতো।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আপ লাইনের ৫০০ মিটারের মতো ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। রেলওয়ের কর্মকর্তাদের গত ৫ দিন ধরে বেশ বেগ পোহাতে হয়েছে। সবশেষে সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করে। বর্তমানে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।
আরো পড়ুন: ঈদুল ফিতরে যেভাবে মিলছে টানা ১০ দিনের ছুটি
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়া ৯ বগি উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আপ লাইন মেরামতের কাজও চালানো হয়েছে। এখন উভয় লাইনে ট্রেন চলছে। এখনো লাইনচ্যুত একটি বগি উদ্ধারের বাকি আছে। আশা করছি আজকের মধ্যে সেটিও উদ্ধার করা যাবে।
উল্লেখ, রোববার দুপুর ১টা ৪০ মিনিটে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশন সংলগ্ন ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অন্তত ২৫ জন। লাইনচ্যুত হওয়ার পর বগিগুলো ঢাকা-চট্টগ্রাম রেলপথের উভয় লাইনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০০ মিটার রেললাইন।
তবে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আসলে কী কারণে দুর্ঘটনা ঘটেছে।
এসি/