ছবি: সংগৃহীত
‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে চলচ্চিত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের। এই চরিত্রের নাম ছিল হাসু। আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এবার জানা গেল সিনেমাটি থেকে সরে এসেছেন অপু বিশ্বাস।
জানুয়ারিতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অপু বিশ্বাস একসময় জানিয়েছিলেন, সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যান তিনি। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছিল তার।
বর্তমানে দেশের পটভূমি পাল্টানোর পর সিনেমাটির কাজ শুরু হবে কি না জানতে চাইলে এই নায়িকা বলেন, অনেক আগেই তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন। সিনেমাটির কাজ শুরু হওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না।
সিনেমাটি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে অপু বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই এটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’
বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে নির্মিতব্য এই সিনেমার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত বলা যায়।
আরও পড়ুন: দুই ছেলেকে কোটা সংস্কার আন্দোলনে পাঠিয়েছিলেন ডিপজল
এসি/ আই.কে.জে/