মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পী সমিতি নির্বাচন

সরে দাড়াচ্ছেন কাঞ্চন, সভাপতি খুঁজছেন নিপুণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সংগঠনটির আসন্ন ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। সভাপতি হওয়ার আর ইচ্ছা নেই তার। গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক পদে আমি থাকছি। তবে ইলিয়াস কাঞ্চন ভাই এবার প্রার্থী হচ্ছেন না। সভাপতি পদে নতুন কেউ আসছেন।’

এদিকে ইলিয়াস কাঞ্চন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সভাপতি প্রার্থী খুঁজতে হচ্ছে নিপুণকে। কে হচ্ছেন প্রার্থী জানতে চাইলে তিনি বললেন, ‘এখনও আমরা কোনো কিছু চূড়ান্ত করিনি। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

আরো পড়ুন: দুই দশক পর অস্কারে নতুন শাখা

এদিকে সমিতির আসন্ন নির্বাচনে একজোট হয়েছেন ডিপজল-মিশা। তবে তাদের মধ্যে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক হবেন তা এখনও চুড়ান্ত হয়নি। এ নিয়ে ডিপজল বলেছিলেন, ‘এ বিষয়েও কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই—এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’

আগামী ১৯শে এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। গত ১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানেই চূড়ান্ত হয় ২০২৪-২৫ সালে দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।

এসি/ আই.কে.জে/ 

নিপুণ রায় কাঞ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250