সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে নতুন অতিথির অপেক্ষায় আনুশকা-বিরাট দম্পতি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছে লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে আনুশকা-বিরাট দম্পতির। 

প্রথম সন্তানের খবর ঘটা করে জানান দিলেও দ্বিতীয় সন্তানের বিষয়ে শুরু থেকে লুকোচুরি করছেন অভিনেত্রী আনুশকা শর্মা। একাধিকবার এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও এই বিষয়ে মুখ খোলেননি  আনুশকা-বিরাট দম্পতি।

জানা গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দলে প্রথমে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। 

বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনো যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। তবে টেস্ট না খেললেও আনুশকার সঙ্গে লন্ডনেই রয়েছেন বিরাট। আর এতেই গণমাধ্যম-নেটিজেনদের ধারণা লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন আনুশকা! কিন্তু প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তারা। 

আরো পড়ুন: এবার পুনম কাণ্ড নিয়ে মুখ খুললেন জয়া আহসান

শোনা যাচ্ছে, চলতি মাসের শেষের দিকে বিরাট-আনুশকার ঘরে আসতে চলেছে নতুন অতিথি। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা। তবে অনুরাগীরা মনে করছেন শিগগিরই ঘটা করে বিষয়টি জানান দেবেন তারা।

এসি/আই.কে.জে/


লন্ডন আনুশকা বিরাট দম্পতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন