বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গরম ভাতে পাতে রাখুন তিলের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের শরীরের জন্য তিল খুবই উপকারী। স্বাস্থ্য সচেতনদের কাছে এই ছোট বীজ সুপারফুড হিসেবে বিবেচিত। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। যা শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করে। বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায় তিল। চাইলে তিলের ভর্তাও তৈরি করতে পারেন। গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায় এই ভর্তা। জেনে নিন তৈরির রেসিপি-

উপকরণ

১. তিল পরিমাণমতো

২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ

৩. রসুন কুচি ১ চা চামচ

৪. লাল শুকনো মরিচ ২-৩টি

আরো পড়ুন : ঝটপট বানিয়ে ফেলুন রসুন ও কাঁচা মরিচের আচার

৫. লবণ সামান্য

৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ও

৭. সরিষার তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে তিলগুলো ভেজে নিন। এরপর অল্প তেলে পেঁয়াজ, রসুন ও মরিচ হালকা ভেজে নিন। এরপর ভাজা পেঁয়াজ, মরিচ ও রসুনের সঙ্গে সামাণ্য লবণ মিশিয়ে মিহি করে বেটে নিতে হবে।

তারপর ভেজে নেওয়া তিল বেটে নিন। সবশেষে সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তিলের ভর্তা। গরম ভাতের সঙ্গে তিলের ভর্তার স্বাদ উপভোগ করার মজাই আলাদা।

এস/ আই.কে.জে/

রেসিপি তিলের ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন