সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে ঈদুল ফিতরের বর্ণাঢ্য আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উদযাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)। দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট, নাট্য পরিবেশনা, আতশবাজি ও নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এমনকি দেশটির বিভিন্ন বিনোদন জোনে অভূতপূর্ব অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন সৌদি নাগরিক ও দর্শনার্থীরা। খবর আরব নিউজের।

এ আয়োজনের অংশ হিসেবে রিয়াদ, শাকরা, আবহা, কাসিম, জেদ্দা এবং পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ ছাড়া নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে রিয়াদে (১লা থেকে ১৯শে এপ্রিল), জেদ্দায় (১লা থেকে ৬ই এপ্রিল) এবং দাম্মামে (১লা থেকে ৩রা এপ্রিল)।

ঈদের প্রথমদিন থেকে রিয়াদের বুলেভার্দ সিটি, বুলেভার্দ ওয়ার্ল্ড, ভিয়া রিয়াদ এবং জেদ্দা আর্ট প্রমেনেডে উৎসব শুরু হবে। দ্বিতীয় দিনে আল-খোবারের সিটি হাবের বিশেষ আয়োজন পরিবার ও শিশুদের জন্য উপযুক্ত নানা বিনোদনমূলক কার্যক্রমে পরিপূর্ণ থাকবে।

এ আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বিনোদন খাতকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ঈদ উৎসবকে বিশেষভাবে উদযাপনের প্রতিশ্রুতি দিয়েছে জিইএ।

আরএইচ/এইচ.এস

সৌদি আরবে ঈদ উদযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন