শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা *** আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’

৫০ বছর পর বই ফেরত দিতে লাইব্রেরিতে হিল্ডেব্র্যান্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় ৫০ বছর আগে লাইব্রেরি থেকে একটি বই নিয়েছিলেন চাক হিল্ডেব্র্যান্ড। এত বছর বই ফিরিয়ে না দেওয়ার চার হাজার ডলারের বেশি জরিমানা হতে পারতো। সেটা তো মওকুফ হলোই, উল্টো বইটি তাকে লাইব্রেরি রেখে দেওয়ার অনুমতিও দিলো। যুক্তরাষ্ট্রে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রোয়েট শহরের ঘটনা এটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ডেট্রয়েটের উপকণ্ঠে ওয়ারেন নামক এলাকায় বড় হয়েছেন হিল্ডেব্রান্ড। ৬৩ বছর বয়সী এই বেজবল ভক্ত এখন শিকাগোর বাসিন্দা। ১৯৭৪ সালে ১৩ বছর বয়সী হিল্ডেব্র্যান্ড ওয়ারেন লাইব্রেরি থেকে বেজবল বিষয়ক একটি বই নিয়েছিলেন। এত বছর বাদে থ্যাংসগিভিং-এ বইটি ফিরিয়ে দিতে গেলে কর্তৃপক্ষ জবাব দেয়, আপনি বইটি রেখে দিতে পারেন। আর আপনার কোনও জরিমানা নেই।

হিল্ডেব্রান্ট বলেছেন, বাড়ি বদলানোর সময় প্রতিটি বই পরীক্ষা করা হয়ে ওঠে না। সব বই কেবল বাক্সে রেখে দেওয়া হয়।

তিনি আরও বলেন, পাঁচ-ছয় বছর আগে আমি একটি বই দেখলাম, তাতে ডিউই ডেসিমাল লাইব্রেরি নম্বর লেখা ছিল। সেটা দেখেই বুঝলাম, এটা আমার ছেলেবেলায় লাইব্রেরি থেকে নেওয়া বই।

বইয়ের ভেতরের একটি কাগজে ফেরত দেওয়ার তারিখ লেখা ছিল ৪ ডিসেম্বর, ১৯৭৪। ৫০তম বার্ষিকীতে বইটি ফেরত দেওয়ার পরিকল্পনার কথা করেছিলেন হিল্ডেব্র্যান্ড।

আরও পড়ুন: মানসিক চাপে আছেন? ‘হ্যাঁ’ বলার পর যা হলো শতাধিক কর্মীর

তিনি সম্প্রতি ওয়ারেন পাবলিক লাইব্রেরির পরিচালক, ওক্সানা আরবানের সঙ্গে দেখা করে তার পরিকল্পনার কথা বলেন। তবে আরবান বলেন, লাইব্রেরির রেকর্ডে হিল্ডেব্র্যান্ডের নাম আর ওই বইটির রেকর্ড খুঁজে পাওয়া যায়নি।

আরবান বলেছেন, অনেকেই ফিরে এসে এ ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে চান না। কিন্তু এখানে কোনও অস্বস্তিকর পরিস্থিতি ছিল না। কারণ, হিল্ডেব্র্যান্ড ও ওই বই- দুটোই আমাদের সিস্টেম থেকে মুছে গেছে।

দিনশেষে ছেলেবেলার বইটি হিল্ডেব্র্যান্ডের শেলফেই রয়ে গেছে। বইটি রেখে দেওয়ায় নিজ উদ্যোগে আরেকটি পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। রিডিং ইজ ফান্ডামেন্টাল (বই পড়া খুবই গুরুত্বপূর্ণ) নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য চার হাজার ৫৬৪ মার্কিন ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন হিল্ডেব্র্যান্ড। লাইব্রেরির বই ফেরত দিতে ৫০ বছর বিলম্বের আনুমানিক জরিমানার সমান এই অর্থ। তিনি নিজেই ৪৫৭ ডলার তহবিলে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগের সূচনা করেছেন।

এসি/ আই.কে.জে/


লাইব্রেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250