শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একাডেমিক লিডার : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে রোববার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্যে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক লিডার হিসেবে আখ্যায়িত করে উচ্চ শিক্ষার ধাপ সমাপ্তি শেষে শিক্ষার্থীরা যাতে দেশে ও বিদেশে কর্ম উপযোগী হয়ে গড়ে উঠে, সে ব্যবস্থা করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।  তিনি বলেন, কর্ম সংশ্লিষ্টতা গবেষণার মানও উন্নত করবে এবং অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের সংযোগ বাড়ালেই একমাত্র উচ্চ শিক্ষা অর্থবহ ও কর্মমুখী হবে।

আরো পড়ুন: আওয়ামী লীগ বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে : শেখ হাসিনা

শিক্ষামন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণায় যে অর্থ দিয়েছেন এর কারণে আমাদের বিশ্ববিদালয়সমূহ নানান গুরুত্বপূর্ণ জাতীয় প্রয়োজনে অবদান রাখছে। পাশাপাশি সকল গবেষণার রিপোর্ট যাতে প্রকাশিত হয় এবং একই গবেষণা নানান জায়গায় ডুপ্লিকেশন না হয় সেজন্য একটি কেন্দ্রীয় জার্নাল করার জন্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুরোধ করেন। 

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, শুরুতেই নতুন বিশ্ববিদ্যালয়সমূহে বিশাল অবকাঠামো ও সাবজেক্ট খুলে স্নাতক ডিগি দেয়া শুরু করা জরুরি নয়। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জেলার কলেজগুলোর মান উন্নয়নে নতুন বিশ্ববিদ্যালয়সমূহ সংশ্লিষ্ট জেলায় ইতোমধ্যে পরিচালিত কলেজগুলোর একাডেমিক কার্যক্রম মনিটর এবং শিক্ষার  মান নিশ্চিতে কাজ করতে। উচ্চশিক্ষা যাতে মানহীন গতানুগতিক শিক্ষায় পরিণত না হয় সে জন্যে গবেষণা লব্ধ পাবলিকেশন এর একটি দেশীয় ও অভ্যন্তরীণ একাডেমিক ইকোসিস্টেম তৈরি করার প্রতি গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এসি/ আই.কে.জে/

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়

খবরটি শেয়ার করুন