শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেনের সংঘর্ষ: স্টেশন মাস্টারসহ বরখাস্ত তিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় স্টেশন মস্টারসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

স্টেশনের এক কিলোমিটার দূরে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেন। একই লাইনে দুই ট্রেন চলার কারণে এই সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। (শুক্রবার) ৩রা মে  সকাল পৌনে ১১টার দিকে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। এতে ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা পর আরেকটি লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর–পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়। 

জয়দেবপুরের স্টেশন মাস্টার হানিফ আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘পৌনে ১১টার দিকে টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। রেললাইনের পয়েন্টের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। কমিউটার ট্রেনটিতে যাত্রী কম ছিল। এ কারণে হতাহতের সংখ্যা কম। কমিউটার ট্রেনের লোকোমাস্টারসহ চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন: ফেসবুকের কল্যাণে এক যুগ পর মাকে ফিরে পেল সন্তানেরা

স্টেশন মাস্টার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়েন্টের ভুলের এমটি রেক (যাত্রীশূন্য) ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।’

স্টেশন মাস্টার হানিফ আলী মিয়া আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে আপঘুন্টি স্টেশন মাস্টার হাশেম ও পয়েন্টসম্যান সাদ্দাম হোসেনসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি উদ্ধারের জন্য ১২টা ৫৫ মিনিটে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হবে।’

ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গণমাধ্যমকে জানান, ‘এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। সিগন্যাল ভুল, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার পর থেকে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন যাত্রা বিরতি করা হয়েছে।

এইচআ/  আই.কে.জে

বরখাস্ত স্টেশন মাস্টার ট্রেন সংঘর্ষ

খবরটি শেয়ার করুন