সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক *** মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ *** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় একটি মাহফিলে মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় মাহফিল ছেড়ে পালিয়ে যান তাহেরী। পুলিশ জানায়, এসময় তাহেরীর ভক্তরা ৩টি গাড়ি ভাঙচুর করে। 

এর আগে, গত শুক্রবার বিকেলে আখাউড়ায় তাহেরীর ভক্তদের হামলায় পুলিশ সদস্য আহত হলে তাহেরীসহ ১৫ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর এলাকায় তাহেরীর মাহফিল চলাকালে তাকে ধরতে সেখানে পুলিশ অভিযান চালায়। 

পুলিশ জানায়, এসময় তাহেরীর ভক্তরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। পুলিশের একটি এবং সেখানে থাকা আরও একটি মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন তাহেরীর ভক্তরা। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী গণমাধ্যমকে জানান, পুলিশের কোনো রকম অনুমতি না নিয়েই তাহেরীর সমর্থকরা মাহফিলের আয়োজন করেন। মাহফিলে সরকারবিরোধী বিভিন্ন উসকানি দিতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে আখাউড়া থানায় দায়ের করা এক মামলায় তাহেরীকে গ্রেফতার করতে যায়। এসময় তাহেরীর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

ওআ/ আই.কে.জে/ 

তাহেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250