মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

পল্লী বিদ্যুতে ২১৫০ পদের বড় নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।  পল্লী বিদ্যুতে ২টি পদে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শেষ হবে আগামীকাল সোমবার (২রা জুন)।

পদের নাম ও বিবরণ

১. পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন);

পদসংখ্যা: ৬৯০ জন;

চাকরির ধরন: স্থায়ী/ পূর্ণকালীন;

শিক্ষাগত যোগ্যতা

ক. এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে;

খ. প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে; এ ছাড়া প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ (দশ) ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ (ত্রিশ)টি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে;

বেতন স্কেল: অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০/- (আঠারো হাজার তিন শ) টাকা। তবে নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০/- (উনিশ হাজার দুই শ বিশ) টাকা;

২. পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার;

পদসংখ্যা: ১৪৬০ জন;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক/ অস্থায়ী

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. প্রার্থীকে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

খ. প্রার্থীর অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে;

গ. প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভালো ব্যক্তিত্বসম্পন্ন হতে হবে;

ঘ. গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস–এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে;

ঙ. বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে;

চ. চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০০০০ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে;

বেতন স্কেল: ১৪ হাজার ৭০০ টাকা ;

অন্যান্য সুবিধা: এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন;


প্রার্থীর বয়স: ২রা জুন ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছর;

আবেদন ফি জমা পদ্ধতি

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) ১১২/- (এক শ বারো) টাকা। ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) ৫৬ (ছাপ্পান্ন) টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এ ঠিকানায় (www.reb.gov.bd) গিয়ে অনলাইনে আবেদন পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন;

সময়সীমা: আগামীকাল ২রা জুন বিকেল ৫টা পর্যন্ত;

সূত্র: প্রথম আলো

আরএইচ/


পল্লী বিদ্যুৎ সমিতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন