রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তর্কে জড়িয়ে ভাইরাল সেই ফারজানা এবার গানের মডেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ছাত্রদের কোটা বাতিল আন্দোলনের সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গেও তর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। এছাড়াও সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে না ভূমিকায়। ফলে ফারজানা সিঁথি এ সময়ের ভাইরাল কন্যা। তাকে এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে। তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে। আর সিঁথির সঙ্গে গানে সহ মডেল থাকছেন শেখ সাদী।

গানের কথাগুলো এমন- ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার,  তুমি আমার এ পৃথিবী,  তুমি ছাড়া আজ সব অচেনা। 

গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী (বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি) আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

আরও পড়ুন: মা-মেয়ের দ্বন্দ্ব, করা হলো ৫০ কোটি টাকার মামলা!

এ বিষয়ে আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ইচ্ছেরা" গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। ফেমাস হিন্দী গান বুর্জ খলিফা- গানের গায়িকা নিকিতা গান্ধী কো-আর্টিস্ট। গানের রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং।

তিনি বলেন, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুরে। ভিডিও পরিচালনা করবে সৌমিত্র ঘোষ ইমন। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।

গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে। 

এসি/কেবি


ফারজানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন