রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি কর্মকর্তাদের আমেরিকা সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকা ভেটো না দেওয়ার প্রতিবাদে সফর বাতিল করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ যুদ্ধবিরতির শর্ত না দিয়ে ভোটাভুটির অনুমতি দিয়ে আমেরিকা ‘নীতিগত অবস্থান’ থেকে ‘পিছু হটেছে’।

সোমবার (২৫শে মার্চ) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামের পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাস করেছে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত ১১ই মার্চ থেকে শুরু হয়েছে এবং আগামী ৯ই এপ্রিল শেষ হতে পারে। কাউন্সিলের ১০ জন নির্বাচিত সদস্যের উপস্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১৪টি দেশ ভোট দিয়েছে। অন্যদিকে সেখানে একমাত্র দেশ হিসেবে আমেরিকা ভোটদান থেকে বিরত ছিল। তবে প্রস্তাবটির বিপক্ষে ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশটি।

নেতানিয়াহুর কার্যালয়য় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাব পাসের অনুমতি দেওয়ার মার্কিন এই সিদ্ধান্ত ‘যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে আমেরিকার ধারাবাহিক অবস্থান থেকে স্পষ্ট পিছু হটা।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

গাজায় সম্প্রসারিত মানবিক সহায়তার জন্য মার্কিন প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল হামলার বিষয়ে বিকল্পগুলো শুনতে ইসরায়েলি এই প্রতিনিধিদলের ওয়াশিংটন সফর করার কথা ছিল।

সূত্র: আলজাজিরা

এসকে/ 

ইসরায়েল আমেরিকা সফর বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন