শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেখে মনে হয় জেব্রা, আসলে এগুলো কী?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ওয়াগিউ মাংস উৎপাদনের জন্য বিখ্যাত জাপানের ইয়ামাগাতা অঞ্চলের জাপানিজ ব্ল্যাক জাতের গরু। এ জাতের গরু সাধারণত কালো রঙের হয়। তবে সম্প্রতি সেখানকার গরুগুলো অনেকটা জেব্রার মতো দেখাচ্ছে। কারণ জেব্রার মতো স্ট্রাইপ করে সাদা রং করা হয়েছে গরুগুলোর গায়ে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

গরুকে জেব্রা সাজানোর পেছনে অবশ্য যৌক্তিক কারণ রয়েছে খামারিদের। রক্তচোষা পোকামাকড় থেকে রক্ষা করতেই এমন জেব্রা সাজানো হয়েছে গরুগুলোক। খামারিরা দীর্ঘদিন ধরেই গরুকে জেব্রা সাজানোর এই চর্চা ধরে রেখেছেন। এ জন্য মৃদু ব্লিচ বা স্প্রে পেইন্ট ব্যবহার করা হয়।

আরো পড়ুন : মহাকাশে হচ্ছে রেস্টুরেন্ট, খেতে খরচ ৫ কোটি টাকা

স্থানীয় মেইনিচি পত্রিকা জানিয়েছে, কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করছেন দেশটির একদল গবেষক। তারা দেখেছেন, সাধারণ গরুর তুলনায় এমন ডোরাকাটা রং করা গরুর দিকে কম আকৃষ্ট হয় মশামাছি। রং করা গরুকে তুলনামূলকভাবে কম আক্রমণ করে রক্তচোষা পোকামাকড়।

গবেষকেরা গবাদিপশুদের পরীক্ষা করেন এদের লেজ নাড়া, মাথা নাড়ানো বা খুর ঝাঁকি দেওয়ার সংখ্যা গুণে। এগুলো মাছি তাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হয়। গবেষকেরা দেখতে পান, ডোরাকাটা করা হয়নি এমন গবাদিপশু প্রতি মিনিটে ১৬ বার এ ধরনের বিরক্তি প্রকাশ করে। আর ডোরা আঁকা আছে এমন গবাদিপশু প্রতি মিনিটে মাত্র ৫ বার এমন আচরণ করে। 

মাছিরা কেন ডোরাকাটা গবাদিপশুর প্রতি কম আগ্রহী, এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক যুক্তি দিতে পারেননি গবেষকেরা। তবে রং করা গরুর প্রতি পোকামাকড় কম আকৃষ্ট হওয়ার এই ফলাফলে বেশ খুশি ইয়ামাগাতা অঞ্চলের খামারিরা।  

এস/ আই.কে.জে/


গবেষণা প্রাণী

খবরটি শেয়ার করুন